ad-banner
প্রচ্ছদ / / শর্ট ফিল্ম “দ্যা লনারস”

শর্ট ফিল্ম “দ্যা লনারস”



Videos_01

অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক এ বাংলাদেশের সোল এন্ড সয়েল

এই প্রথম বাংলাদেশ এর কোন ব্যান্ড একটি আন্তর্জাতিক শর্ট ফিল্মের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক তথা আবহসঙ্গীত এর কাজ করেছে । ব্যান্ড এর নাম “সোল এন্ড সয়েল” । শর্ট ফিল্মের নাম “দ্যা লনারস” । ফিল্মের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছে গাব্রিয়েলা লিয়ে । তিনি একজন জাপান প্রবাসী ব্রাজিল এর নাগরিক । ফিল্মের গল্প সু রেয়ালিস্তিক ধারার , একজন হতাশা গ্রস্থ যুবক ও এক মৃত্যু দূত এর । পুরো ফিল্ম এর শুটিং  জাপান এ হয়েছে । মূল চরিত্রে আছে সুপিকা ইয়াফুনে ও তাতসুহিরু ইয়ামাওকা ।

সোল এন্ড সয়েল এর গীতিকার ও সুরকার জাপান প্রবাসীদের বাংলা রক ব্যান্ড দল “ঝিঁঝিঁ পোকা” এর সদস্য (গিটারিস্ট এবং ভোকাল) আব্দার রহমান গতবছর জাপান এ অনুষ্ঠিত কিওতো ফিল্ম মেকার ল্যাব এ অংশগ্রহন করে । সেখানে বিভিন্ন দেশের তরুন ফিল্ম মেকারদের সাথে দেখা হয় । পরিচয়ের এক পর্যায়ে পরিচালক গাব্রিয়েলা লিয়ে  আব্দার রহমান কে তার ফিল্ম দেখায় এবং মিউজিক করে দেবার জন্য বলে ।