ad-banner
প্রচ্ছদ / / জাপানের ফুতাবা'য় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে

জাপানের ফুতাবা'য় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে



Videos_01

ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ২০১১ সালের মার্চ মাসে ঘটা পরমাণু দুর্ঘটনার পর থেকে এই স্থাপনাটি থাকা শহর থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে।

ফুতাবা শহর হচ্ছে একমাত্র শহর যেখানে দুর্ঘটনার পর থেকে এখনও এই নির্দেশ বলবৎ র‍য়েছে।

সেখানকার এক বিশেষজ্ঞ প্যানেল জানাচ্ছে, এই শহরের উত্তর-পূর্ব এবং জেআর জোবান লাইনের ফুতাবা স্টেশনের কাছের একটি এলাকার পাশাপাশি এই দুই স্থানের সংযোগকারী সড়কের উপরে তেজস্ক্রিয়তার মাত্রা যথেষ্ট পরিমাণে কমে গেছে।

সূত্রসমূহ জানাচ্ছে, জাপান সরকার, ফুকুশিমা জেলা এবং এই শহর তিনটি এলাকা থেকে ৪ঠা মার্চ এই নির্দেশ তুলে নেয়ার কথা বিবেচনা করছে। এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী বৃহস্পতিবার একটি বৈঠকের আয়োজন করা হয়।

এই নির্দেশ তুলে নেয়ার মধ্য দিয়ে, দুর্ঘটনার এক বছর পর এই জেলার ১১টি পৌরসভায় তেজস্ক্রিয়তার পর্যায়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা কেবল একটি প্রবেশ নিষেধ এলাকা ছাড়া ৩টি নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এলাকার সবগুলো থেকেই এই নির্দেশ তুলে নেয়া হবে।