ad-banner
প্রচ্ছদ / / ঋণের মাধ্যমে বাজেটের অর্থায়ন কমিয়ে আনতে ব্যর্থ ভোগ্যপণ্য কর বৃদ্ধি

ঋণের মাধ্যমে বাজেটের অর্থায়ন কমিয়ে আনতে ব্যর্থ ভোগ্যপণ্য কর বৃদ্ধি



Videos_01

জাপানের মন্ত্রিসভা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড পরিমাণ সরকারি ব্যয়ের পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এই খসড়া বাজেট ২০২০ অর্থবছরের জন্য, যা আগামী এপ্রিল মাসে শুরু হবে।

আয় বাড়াতে সরকার অক্টোবর মাসে ভোগ্যপণ্য কর বৃদ্ধি করে। তবে তা সরকারের নতুন করে বন্ড ছাড়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার ক্ষেত্রে যথেষ্ট নয়।

পুরো বাজেটের আকার প্রায় ১০২ লক্ষ কোটি ইয়েন বা ৯৪ হাজার কোটি মার্কিন ডলার। বাজেট পর পর দ্বিতীয় বছরের মত ১ লক্ষ কোটি ইয়েন সীমা অতিক্রম করবে।

সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ রাখা হয়েছে রেকর্ড ৩৫ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৩২ হাজার ৮ শো কোটি ডলার। জাপানে বয়োবৃদ্ধ হয়ে পড়া লোকজনের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রবীণ জনগোষ্ঠীর চিকিৎসা ও নার্সিং সেবার ব্যয় বৃদ্ধি পেয়ে চলেছে। এ অর্থের কিছু অংশ নিম্ন আয়ের পরিবারের সন্তানদের বিনামূল্যে উচ্চ শিক্ষা এবং শিশুদের প্রাক স্কুল ও নার্সারি সেবায় ব্যবহৃত হবে।

কর থেকে আসবে রেকর্ড প্রায় ৬৩ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৫৮ হাজার কোটি ডলার, যাতে একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ভোগ্যপণ্য কর বৃদ্ধির।

সরকারের আয়ের প্রায় এক তৃতীয়াংশ আসবে নতুন করে বন্ড ছাড়ার মাধ্যমে, যা জনগণের ঋণের বোঝা আরও বাড়িয়ে দিবে।