ad-banner
প্রচ্ছদ / / মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী ৫ চলচিত্র

মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী ৫ চলচিত্র



Videos_01

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারের কাছ থেকে বাংলার দামাল ছেলে-মেয়েরা লাল-সবুজের পতাকা ছিনিয়ে নিয়ে আসেন। অস্ত যায় পরাধীনতার সূর্য। উদিত হয় স্বাধীনতার লাল সূর্য।

বাংলাদেশের বিজয়ের ৪৮ বছর হয়ে গেছে। তবুও সেই মুক্তিযুদ্ধকে কালজয়ী হিসেবে স্বরনীয় করেছে ৫ টি চলচিত্র। যার মধ্য দিয়ে আমরা এখনো ফিরে যাই রণাঙ্গনের সেই উত্তাল সময়ে।

মুক্তিযুদ্ধের কালজয়ী পাঁচটি চলচ্চিত্র:

১. ওরা ১১ জন
স্বাধীন বাংলার প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। পরিচালনা করেছেন প্রয়াত চাষী নজরুল ইসলাম। ১৯৭২ সালে ছবিটি মুক্তি পায়। অভিনয় করেছেন খসরু, নায়করাজ রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, খলিলউল্লাহ খান প্রমুখ। ছবিতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেন। তাদর মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু।

২. গেরিলা
নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে নির্মিত। অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।

৩. আগুনের পরশমণি
প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। নিজের লেখা উপন্যাস থেকেই ছবিটি নির্মাণ করেছেন। অভিনয় করেছেন বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। ১৯৯৪ সালে নির্মিত ছবিটি বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

৪. আমার বন্ধু রাশেদ
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’। মুহম্মদ জাফর ইকবাল’র শিশুতোষ উপন্যাস থেকে এটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। অভিনয় করেছেন চৌধুরী জাওয়াতা আফনান। অন্যান্য চরিত্রে ছিলেন রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক, হুমায়রা হিমু ও ওয়াহিদা মল্লিক জলি। এছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন রায়ান ইবতেশাম চৌধুরী, কাজী রায়হান রাব্বি, লিখন রাহি, ফাইয়াজ বিন জিয়া, রাফায়েত জিন্নাত কাওসার আবেদীন।

৫. একাত্তরের যীশু
শাহরিয়ার কবির’র উপন্যাস অবলম্বনে ‘একাত্তরের যীশু’ নির্মাণ করেন নাসির উদ্দিন ইউসুফ। মুক্তি পায় ১৯৯৩ সালে। অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, জহির উদ্দিন পীয়াল, আবুল খায়ের, আনোয়ার ফারুক, কামাল বায়েজীদ ও শহীদুজ্জামান সেলিম।