কুমিল্লার বিপক্ষে উড়ে গেল রংপুর
আজকাল | 1 | ২০১৯-১২-১৩ ১২:১১:০০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নতুন আঙ্গিকে হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের নামেও পরিবর্তনকরে দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
বুধবার (১১ ডিসেম্বর) বিপিএলের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকার ঝড়ে উড়ে গেলো রংপুর রেঞ্জার্স।
শ্রীলঙ্কার এই ডানহাতি অলরাউন্ডার ব্যাট হাতে তান্ডব চালান রংপুরের বোলারদের উপর। এরপরে কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৫ রানের বিশাল জয় পায় কুমিল্লা।
টসে জিতে শানাকার ৩১ বলে ৭৫ রানে ভর করে ১৭৩ রানের সংগ্রহ পায় কুমিল্লা। তার ইনিংসে ৯টি ছয়ের মার ছিলো। শানাকা শেষ দুই ওভারে ৪৯ রান তোলেন।
রংপুরের মুস্তাফিজ, সঞ্জিত ও গ্রেগরি ২টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়ে ফেলে রংপুর।
আল আমিনের ৩টি, সানজামুল ও সৌম্যের ২ উইকেট শিকারে ৬৮ রানে অল আউট হয় রংপুর। দলটির হয়ে নাইম শেখ সর্বোচ্চ ১৭ রান করেন।